০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৭, ১৬ মার্চ ২০২৫

স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনান

স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনান

নারায়ণগঞ্জে নাহার চেস একাডেমি আয়োজিত স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আরিয়ান সামির আনান। রবিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আনান নয় খেলায় আট পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির আশফাক সাফিন আহনাফ এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির রাহিব রহমান যৌথভাবে রানার আপ হয়েছে। তারা দুজনেই সমান ৬.৫ পয়েন্ট সংগ্রহ করেছে।

তৃতীয় হয়েছে নুসরাত হাসান নাবা (নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, সপ্তম শ্রেণি), চতুর্থ হয়েছে ধ্রুব সেনগুপ্ত (নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, নবম শ্রেণি) এবং পঞ্চম হয়েছে মো. রোহান খান (নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, সপ্তম শ্রেণি)।

সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আগত অতিথিরা। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মাহাবুবুল ইসলাম সোহেল, এসিপির সহ-সভাপতি ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, এসিপিবি-র সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট মাস্টার শওকত বিন ওসমান শাওন, আন্তর্জাতিক রেটেড দাবাড়ু, লেখক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, দাবানুরাগী ও চিত্রশিল্পী স্বপন চারুশি।

নাহার চেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও দেশসেরা দাবা সংগঠক মোহাম্মদ নাজমুল হাসানের সঞ্চালনায় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন:
আন্তর্জাতিক রেটেড দাবাড়ু এমদাদুল কবির চৌধুরী রাজু ও মোহাম্মদ আলী। প্রতিযোগিতা পরিচালনা করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও দাবা প্রশিক্ষক নাজমুল হাসান রুমি।

নারায়ণগঞ্জ জেলার চারটি বিদ্যালয়ের মোট দশজন শিক্ষার্থী নয় রাউন্ড রবিনলীগ পদ্ধতিতে দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের পুরস্কার পরবর্তীতে প্রদান করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়