১৩ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জকে একসময় ’ফুটবলের ফ্যাক্টরি’ বলা হতো: এমিলি

নারায়ণগঞ্জকে একসময় ’ফুটবলের ফ্যাক্টরি’ বলা হতো: এমিলি

নারায়ণগঞ্জ জেলার গর্বিত ফুটবলার এবং জাতীয় দলের সাবেক তারকা সম্রাট হোসেন এমিলি বলেছেন, "নারায়ণগঞ্জ এমন একটি শহর ছিল, যেখানে একসময় ফুটবল ছিল। এই জেলাকে 'ফুটবলের ফ্যাক্টরি' বলা হতো। কিন্তু আজকে সেই শহরে একটি খেলার মাঠও নেই।"

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের প্রগতি ডিগবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এমিলি তার বক্তব্যে আরও বলেন, "আমার মা ইন্তেকাল করেছেন। যখন খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থেকে মার কবরস্থান জিয়ারত করতে গেলাম। সেখানে গিয়ে স্টেডিয়ামটি দেখে অবাক হয়েছি। এই স্টেডিয়াম একসময় ছিল 'ওসমানী স্টেডিয়াম', যেখানে আমি খেলাধূলা করে বড় হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, শামীম ওসমানের শ্যালক স্টেডিয়ামটি বিক্রি করে দিয়েছে।"

এমিলি বলেন, "এখন সময় এসেছে সিদ্ধিরগঞ্জে একটি নতুন স্টেডিয়াম তৈরি করার। আমি গিয়াস উদ্দিনের কাছে একটি দাবি জানাচ্ছি, সিদ্ধিরগঞ্জে একটি স্টেডিয়াম তৈরি করুন। খেলাধূলার মাধ্যমে সমাজ থেকে নেশা দূর করা সম্ভব হবে। আমি ফুটবল খেলেছি দীর্ঘ সময়, বাংলাদেশে একমাত্র আমি ১৬ বছর বয়সে জাতীয় টিমে সুযোগ পেয়েছি।"

সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি সম্রাট হোসেন এমিলিকে জাতীয় ফুটবল দলের একজন গর্বিত সদস্য হিসেবে উল্লেখ করে বলেন, "নারায়ণগঞ্জের গৌরব, দেশের ফুটবল ইতিহাসের অন্যতম একজন খেলোয়াড় সম্রাট  হোসেন এমিলি। আমাদের ফুটবল ইতিহাসে এমিলির নাম সোনালি অক্ষরে লেখা থাকবে।"

এছাড়া, গিয়াসউদ্দিন বলেন, "যারা খেলায় অংশগ্রহণ করেছেন এবং যারা এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন, তাদের আন্তরিকতা এবং প্রতিভাকে সাধুবাদ জানাই। খেলাধূলা আমাদের সন্তানদের উচ্চতর সফলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে।"

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক, ব্যবসায়ী বদর উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি.এম. সাদরিল, সাধারণ সম্পাদক আলহাজ মাঈনুদ্দিন, ও অন্যান্য স্থানীয় ব্যক্তিত্ব।

খেলা পরিচালনা করেন লুৎফুর রহমান জিমি, সাব্বির হোসেন, মেহেদী হাসান, মাহমুদুল হাসান শ্রাবন এবং সোয়াদ।

ফাইনাল খেলায় বিজয়ী হয় "তরুণ দল উত্তর আজিবপুর"।

সর্বশেষ

জনপ্রিয়