ফ্রাঞ্চাইজ ফুটবলে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস
ঢাকার এথলেটিক হাব মাঠে অনুষ্ঠিত হলো ৯৮-০০ ফ্রাঞ্চাইজ ফুটবল টুর্নামেন্ট। গত ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশের ১৩টি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস।
ফাইনালে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস মুখোমুখি হয় ফ্যালকনস দলের। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গ্ল্যাডিয়েটরস ১-০ গোলে জয়লাভ করে। দলের পক্ষে একমাত্র ও জয়সূচক গোলটি করেন তারেক।
নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস দলের অধিনায়ক ও গোলরক্ষক ছিলেন মাসুদ আহমেদ উজ্জ্বল, যিনি জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক গোলকিপিং কোচ। তার নেতৃত্বে দলটি শীর্ষে ওঠে। দলের অন্যান্য উল্লেখযোগ্য খেলোয়াড় হলেন মলয় বর্মন, স্বপন, আবদুর রহমান, মোজাম্মেল প্রমুখ।
টুর্নামেন্টে মাসুদ আহমেদ উজ্জ্বল নির্বাচিত হন সেরা গোলরক্ষক হিসেবে। গ্ল্যাডিয়েটরস দলের স্বপন সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন, আর সর্বোচ্চ গোলদাতা হন তারেক।
খেলা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৯৮ ব্যাচের এডমিন এম কে হাসান বিপু, ম্যানেজার লিংকন আদিব, কোচ মাহামুদুর রহমান স্বপন, রতন হোসেন, মেজবাউল হক মারুফ, জাকারিয়া জালালসহ অন্যান্যরা।