বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নারায়ণগঞ্জের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে সাবেক জাতীয় ক্রিকেটার ও জেলার সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ম্যাচটি দুইটি দলে বিভক্ত হয়ে খেলা হয়—সবুজ দল এবং লাল দল। লাল দলের অধিনায়ক ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার জাকারিয়া ইমতিয়াজ এবং সবুজ দলের অধিনায়ক ছিলেন সাবেক ক্রিকেটার জাকির আহমেদ রুবেল।
প্রথমে টস জিতে লাল দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। লাল দলের সহ-অধিনায়ক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ তার অনবদ্য ৬৮ রানের ইনিংসের ওপর ভর করে ৩০ ওভারে সব কটি উইকেট হারিয়ে লাল দলকে ২০৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেন।
জবাবে, সবুজ দল ব্যাটিংয়ে নেমে প্রথমেই দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়লেও, পরবর্তীতে সবুজ দলের আশিকুর রহমান জনের ৭৮ রানের ঝড়ো ইনিংস এবং সেলিম রেজার ধৈর্যশীল ২৮ রানের ওপর ভর করে ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।
খেলায় সাবেক জাতীয় ক্রিকেটার এবং ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ, নারায়ণগঞ্জ এর সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, কোয়াবের সহ-সভাপতি আরিফ হোসেন খান, রফিকুল হাসান রিপন, মশিউর রহমান সোহেল, উপদেষ্টা আরাফাত আহমেদ রাজিব, সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা তপু, সোহেল হোসেন পাপ্পু, সদস্য মোজাফফর আহমেদ বাবু, আতাউর রহমান মিলন, কাজী অন্তু, কোয়াবের কোষাধ্যক্ষ মো: সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন আলম সহ অন্যান্য সাবেক ক্রিকেটাররা অংশগ্রহণ করেন।
এই খেলাটি সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।