টিএসএল ৫ম আসরের চ্যাম্পিয়ন এলিট সুপারস্টার
তল্লা সুপার সিক্সেস লীগ (টিএসএল) ৫ম আসরের চ্যাম্পিয়ন হয়েছে এলিট সুপারস্টার। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ কিল্লার মাঠে অনুষ্ঠিত ফাইনালে টিম নবাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এলিট সুপারস্টার।
ফাইনালে টসে জিতে এলিট সুপারস্টারকে ব্যাটিংয়ে পাঠায় টিম নবাব। প্রথমে ব্যাট করে ৬ ওভারে ইফতির ৬৯ রানের উপর ভর করে টিম নবাবকে ১২২ রানের টার্গেট দেয় এলিট সুপারস্টার। বাবু ও শরীফের দুর্দান্ত বোলিংয়ে ৪৭ রানে অলআউট হয় টিম নবাব। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্যে স্মার্ট সাকসেস আইটি ম্যান অব দা ফাইনাল নির্বাচিত হন এলিট সুপারস্টারের মো. ইফতি।
ফাইনাল শেষে খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবক মো. শাহাদাত হোসেন বাবুসহ আমন্ত্রিত অতিথিরা।
এবারের আসরে স্টার অফ দা টুর্নামেন্ট এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় এলিট সুপারস্টারের মো. শরীফ (২৩৯ রান এবং ৮ উইকেট)। সেরা বোলার হিসেবে নির্বাচিত হন এলিট সুপারস্টারের খেলোয়াড় মো. বাবু (১০ উইকেট), সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন সুপারিবাগ স্টারের মো. বিজয় (১৮৩ রান এবং ৪ উইকেট)।