‘ক্রিকেট ফেস্ট’ দিয়ে ‘চেজার্স’র যাত্রা শুরু
নারায়ণগঞ্জ নগরীর আদর্শ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ‘চেজার্স’ নামে এক সংগঠন আত্মপ্রকাশ করেছে৷ শুক্রবার (২৯ নভেম্বর) নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামে এক ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সংগঠনটি৷
এ ‘ক্রিকেট ফেস্টে’ আদর্শ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের আটটি দল অংশগ্রহণ করেছে৷
দলগুলো হলো- আমরা ৯৭ আদর্শ স্কুল, আদর্শ ফোনিক্স ৯৮, স্পার্ক থান্ডার বোল্ট ২০০০, আদর্শ ফাইফার ২০০৫, আদর্শ সিক্সার্স ২০০৬, আদর্শ বয়েজ ২০০৯ এবং ষোলআনা ২০১৬।
এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে আদর্শ স্কুলের শিক্ষক, এলামনাই এসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য ও বিভিন্ন ব্যাচের ছাত্ররা উপস্থিত ছিলেন।