২৩ নভেম্বর ২০২৪

প্রকাশিত: ২১:২৫, ৩১ মে ২০২২

আপডেট: ২১:২৫, ৩১ মে ২০২২

বালিকায় নাসিক, বালকে সদর

বালিকায় নাসিক, বালকে সদর

প্রেস নারায়ণগঞ্জ: টানা তৃতীয়বারের মতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বালিকা দল টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। তবে এবারের আসরে সিটি করপোরেশনের বালক দল ফাইনালে হেরেছে সদর উপজেলার কাছে। মঙ্গলবার (৩১ মে) বিকেলে ইসদাইরের ওসমানী পৌর স্টেডিয়ামে বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বালিকা দল সোনারগাঁ উপজেলার মুখোমুখি হয়। সিটি করপোরেশনের কাছে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয় সোনারগাঁ। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নের গৌরবার্জন করে নাসিক। এই টুর্নামেন্টে সেরা গোলদাতা হয়েছেন নাসিকের সিনথিয়া আক্তার এবং সেরা খেলোয়াড় হয়েছেন মিনহা আক্তার মনি।

পরের খেলায় সিটি করপোরেশনের বালক দল সদর উপজেলার বালক দলের মুখোমুখি হলে শূণ্য গোলের ব্যবধানে খেলা শেষ হয়। পরে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে সদর উপজেলা বিজয়ী হয়। বালকদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সদর উপজেলার গোলকিপার সৌরভ এবং সেরা গোলদাতা হয়েছেন একই দলের মাসুদ।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রহিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, জেলা শিক্ষা কর্মকর্তা শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়