’এই শহরে নাগরিক সুবিধা মানে কাঁচকলা’ সাংবাদিক পন্টির আক্ষেপ
প্রেস নারায়ণগঞ্জ: বাংলাভিশন টিভি ও দৈনিক ভোরের কাগজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আফজাল হোসেন পন্টি আক্ষেপ করে বলেছেন, ‘এই শহরে নাগরিক সুবিধা মানে কাঁচকলা। মাঝে মাঝে মনে হয় এই শহরের স্থায়ী বাসিন্দা না হয়ে বহিরাগত হকার হলে ভাল হতো।’
সোমবার (২৭ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।
উক্ত ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘এই মুহূর্তে নারায়ণগঞ্জের সড়ক গুলোতে চলাচল করলে মনে হয় না এই শহরের কোন বাপ-মা আছে কোন প্রশাসন আছে। কোন করোনা আছে! সব কিছু ফ্রি স্টাইলে চলছে। কোন কিছুর উপর প্রশাসনের নিয়ন্ত্রণ নেই। রাস্তায় ব্যাটারি চালিত যানবাহনের অরাজকতা, বঙ্গবন্ধু সড়কে তো বটেই ল্যাবএইড মোড়, প্রেসিডেন্ট রোড, বালুর মাঠ রোড, ১ নম্বর রেলগেইট থেকে ফ্রেন্ডস মার্কেট পর্যন্ত পুরো সড়ক স্রেফ হকারদের দখলে। ডিসি, এসপি, মেয়র, এমপি কেউ গত ১ মাসে এসব সড়কে চলাচল করেছেন বলে মনে হয় না। এই শহরে নাগরিক সুবিধা মানে কাঁচকলা। মাঝে মাঝে মনে হয় এই শহরের স্থায়ী বাসিন্দা না হয়ে বহিরাগত হকার হলে ভাল হতো। তখন অন্তত মানবিকতার দোহাই দিয়ে আমাদের পক্ষে কথা বলার লোক পাওয়া যেত।’
প্রেস নারায়ণগঞ্জ.কম