আলীরটেকে পানির নিচে কৃষকের ফসল, ক্ষেতে জমেছে শ্যাওলা
চারদিকে থৈ থৈ পানি। পানির নিচে ডুবেছে কৃষকের ফসল। ধানের চারা পচে গেছে। ক্ষেতে জমেছে শ্যাওলা, জন্মেছে শালুক। কেবল ধানের চারাই নয় ডুবেছে ঢেঁড়শ, লাল শাক, পুই শাক, ডাটাসহ কয়েক ধরণের সবজি। ধলেশ্বরীর পানি বেড়ে গেলে প্রায় বছরই এমন পরিস্থিতির সম্মুখীন হন নারায়ণগঞ্জ সদর উপজেলার চর আলীরটেকের কৃষকরা।