৩০ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৫, ২৯ এপ্রিল ২০২৫

এনসিপির নারায়ণগঞ্জ অঞ্চলের কমিটি গঠনে নতুন দায়িত্বে শওকত

এনসিপির নারায়ণগঞ্জ অঞ্চলের কমিটি গঠনে নতুন দায়িত্বে শওকত

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ জেলার কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে৷ এজন্য কমিটি প্রস্তাবনা টিমও গঠন করেছে এনসিপি৷ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ অঞ্চলের কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলীকে। তিনি অঞ্চল তত্ত্বাবধায়ক হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

নারায়ণগঞ্জের পাশাপাশি মুন্সিগঞ্জেও সংগঠন পুনর্গঠনের লক্ষ্যে একই উদ্যোগ নিয়েছে তরুণ নেতৃত্বের এ দলটি৷ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে প্রস্তাবনা প্রস্তুত করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল এই কমিটি গঠন করা হয়। দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই কমিটির অনুমোদন দিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলার কমিটি গঠনে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন,  যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুর সাথে সমন্বয় করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

অন্যদিকে, মুন্সীগঞ্জ জেলা কমিটি গঠনে কেন্দ্রীয় সদস্য মো. রাসেল আহমেদের সাথে সমন্বয় করার কথা বলা হয়।

সর্বশেষ

জনপ্রিয়