কদমরসুল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

নারায়ণগঞ্জের সরকারি কদমরসুল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। রোববার (২৭ এপ্রিল) সকাল ১১টায় সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিমা সরদার।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটলেও ক্যাম্পাসগুলোতে নতুন সংকট সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রগতিশীল সংগঠনসমূহের ধারাবাহিক লড়াই সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়নি। সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেও আমরা মুক্ত চিন্তার পরিবেশ নিশ্চিত করতে পারিনি।”
নেতারা আরও বলেন, “অভ্যুত্থানের পর ছাত্রসমাজ আশাবাদী ছিল যে ক্যাম্পাসে দখলদারিত্বের অবসান হবে এবং মুক্তচিন্তা ও প্রগতিশীল ভাবনার অবাধ চর্চার সুযোগ তৈরি হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে, গত ২৩ এপ্রিল নারায়ণগঞ্জ সরকারি কদমরসুল কলেজ কর্তৃপক্ষ একটি জরুরি নোটিশ দিয়ে কলেজ রাজনীতিমুক্ত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটি অভ্যুত্থানের চেতনার পরিপন্থী এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে।”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সহাবস্থান এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোকে জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে এবং ক্যাম্পাসকে সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।