২৮ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৯, ২৭ এপ্রিল ২০২৫

সিভিল সার্জনকে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

সিভিল সার্জনকে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

নারায়ণগঞ্জ মহানগরের স্বাস্থ্যসেবা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টায় সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি সুলতান মোহাম্মদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি আহাজ্ব শেখ হাসান আলী, অর্থ সম্পাদক ও প্রকাশনা সম্পাদক মুহা. ইসমাইল, প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান খান, শহর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব কবির হোসেন, শহর দক্ষিণ শাখার সভাপতি শফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখিত সমস্যা: নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবার চরম সংকট পরিলক্ষিত হচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালসমূহে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ এবং জরুরি চিকিৎসাসেবার অভাব দেখা যাচ্ছে। এর ফলে সাধারণ জনগণ, বিশেষ করে নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

বিশেষ করে, মাতৃসেবা, শিশু স্বাস্থ্য, ডেঙ্গু, টাইফয়েড, ডায়রিয়া এবং মৌসুমি রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা নিশ্চিত না হওয়ায় জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে, যা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে।

উল্লেখযোগ্য সমস্যাসমূহ: ১. পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব। ২. ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা। ৩. জরুরি চিকিৎসাসেবার সীমিত সুযোগ। ৪. স্বাস্থ্যকেন্দ্রসমূহের অবকাঠামো ও পরিবেশের অবনতি। ৫. স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের ঘাটতি।

দাবিসমূহ: ১. মহানগরের সব স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া। ২. বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ নিশ্চিতকরণ। ৩. জরুরি চিকিৎসাসেবা (ইমার্জেন্সি) ও অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ। ৪. স্বাস্থ্যকেন্দ্রসমূহে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিকায়ন। ৫. স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে জনমুখী ক্যাম্পেইন পরিচালনা।

স্মারকলিপিতে সিভিল সার্জনের প্রতি নারায়ণগঞ্জ মহানগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়