২৬ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৫, ২৫ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৫৬, ২৫ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ শনিবার

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকাল ৩ টায় চাষাড়া শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এনসিপি। বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় নেতারাসহ নারায়ণগঞ্জের কর্মী-সংগঠকরা অংশ নিবেন। 

কর্মসূচিতে সংহতি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটি। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক নিরব রায়হান ও মহানগরের আহ্বায়ক মাহফুজ খান সংগঠনের নেতাকর্মীদের এনসিপির কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। 

এদিকে সদস্য সংগ্রহ, কমিটি গঠন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে সারাদেশে যে গুম, খুন, হত্যা চালিয়েছে এবং জুলাই আন্দোলনে যে গণহত্যা করেছে তার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই। পাশাপাশি আমরা আওয়ামী লীগের বিচারের সাথে সাথে তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিলসহ তাদের রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করার দাবিতে আমরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করছি। এর মাধ্যমে আমরা নারায়ণগঞ্জে ত্বকী, চঞ্চল, আশিক, শাওন হত্যা সহ সকল হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের সকলের বিচারের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সামনের দিনে রাজনৈতিকভাবে সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। যাতে হত্যাকারীরা কোনোভাবে রাজনৈতিক ভাবে ফিরে আসার সুযোগ না পায়।

সর্বশেষ

জনপ্রিয়