২৬ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ২৫ এপ্রিল ২০২৫

নারী কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের গণজমায়েত

নারী কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের গণজমায়েত

নারী কমিশন বাতিলের দাবিতে এবং আওয়ামী লীগ আমলের মামলা প্রত্যাহার, গণহত্যার বিচারের দাবি, ঢাকার জাতীয় মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় কুরআন তেলোয়াতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ গণজমায়েত শুরু হয়।

গণজমায়েতে প্রধান আলোচক ইফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, "বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই সময়ে ব্যাপক সংস্কারের পরিবেশ তৈরি হয়েছে। যা বিগত ৫৩ বছর সংবিধানে অনেক সংশোধনী এসেছে, কিন্তু সংবিধান সংস্কারের কোন আওয়াজ ওঠেনি। রাষ্টকে সংস্কার করার কোন উদ্যোগ ইতি পূর্বে গ্রহণ করা হয়নি। জুলাই ও আগস্ট বিপ্লবের ২ হাজার তাজা প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে।"

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বলেন, "এই সরকারের মহতি অন্যতম একটি উদ্যোগ হলো সংবিধানসহ বিভিন্ন ধরনের সংস্কার পরিচালনা করা। আমরা শুরু থেকেই এই সংস্কার কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছি। ইতিমধ্যে ৬টি সংস্কার গঠন করা হয়েছে, তার মধ্যে ৫টি সংস্কার কমিশন প্রস্তাবনায় আমরা স্বাগত জনিয়েছি।" তিনি আরও বলেন, "এধারা স্পষ্ট প্রতীয়মান হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ, এবং দেশের আলেম সমাজ ও ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশে বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী।"

তিনি আরও বলেন, "কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় বিগত ১৯ এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন সে প্রস্তাবনা উপস্থাপন করেছে। এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা, আমরা বাংলাদেশের আলেম সমাজ ও ইসলাম প্রিয় জনতা স্পন্দিত হয়ে পড়েছি। আমরা এখন পর্যন্ত কল্পনা ও চিন্তা করতে পারছি না যে, আগস্ট পরবর্তী বিপ্লবের বাংলাদেশে এই ধরনের কুরআনের বিরুদ্ধে কথাক্ত কোন প্রস্তাব রাষ্ট্রীয় পর্যায়ে স্থাপিত হতে পারে।"

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, "ড. ইউনূস সাহেবের ফেসবুক পেইজ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই নারী কমিশনের প্রস্তাবনাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছেন। অর্থাৎ তারা আল্লাহর কুরআনের আইনকে, যতটুকু আইন উত্তরাধিকার আইনে বিদ্যমান রয়েছে সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবেন ড. ইউনূস সাহেব।"

"আমরা ইউনূস সাহেবকে অনেক সম্মান দিয়েছি, আমাদের পরিস্কার কথা আল্লাহর কুরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেন, তার সাথেও শেখ হাসিনার মতো ছাড়া ভিন্ন কোন আচরণ করবো না।"

তিনি আরও বলেন, "আমরা পরিস্কার আল্টিমেটাম দিয়েছি। আগামী ৩ তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা যদি বাতিল করা না হয়, তাহলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবং নারী কমিশনে থাকা সকল সদস্যদের বিরুদ্ধে দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাই। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কুরআনের দেশ। কুরআন বিরোধী কোন অপশক্তি বাংলাদেশে ঠাই হবে না।"

এসময় বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, "কিছুদিন আগে ড. ইউনুস আমাদের সঙ্গে আদালতে হাজিরা দিয়েছেন। আজ তাকে পুলিশ বেষ্টনীতে পাহারা দেওয়া হয়। আমরাই আপনাকে এখানে পৌঁছে দিয়েছি। পরিষ্কার ভাষায় বলছি এমন ফুঁ আমরা জানি ৩ তারিখের পর আপনাকে ইঁদুর বানিয়ে ছেড়ে দেওয়া হবে।"

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মনির হুসাইন কাসেমীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহ মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এইড ফোর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি ওবায়দুল কাদের নদভী।

গণজমায়েতে সঞ্চালনা করেন জেলা সহ সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ও মহানগরের সভাপতি মুফতি হারুনুর রশিদ।

সর্বশেষ

জনপ্রিয়