২৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৯, ২৪ এপ্রিল ২০২৫

সমঝোতা ছাড়াই শুক্রবার হেফাজতের সমাবেশ, একাংশের বয়কটের আহ্বান

সমঝোতা ছাড়াই শুক্রবার হেফাজতের সমাবেশ, একাংশের বয়কটের আহ্বান

একাংশের আপত্তি ও বয়কটের আহ্বানের পরও নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের গণজমায়েতের আয়োজন বহাল রয়েছে৷ শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল তিনটায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷

নারী কমিশন ও তাদের প্রস্তাব বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, আওয়ামী লীগ আমলের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে৷

এতে প্রধান অতিথি করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুুল আউয়ালকে৷ বিশেষ অতিথি থাকবেন সিনিয়র যুুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব এবং প্রধান আলোচক থাকবেন যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক৷

গত বছরের ৪ অক্টোবর শহরের বাগে জান্নাত মসজিদে এক প্রতিনিধি সম্মেলনে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন জুনায়েদ আল হাবিব৷ 

হেফজত ইসলামের জেলা কমিটিতে মুফতি মনির হোসাই কাসেমীকে সভাপতি ও এবিএম সিরাজুল মামুনকে সাধারণ সম্পাদক এবং মহানগর কমিটিতে মুফতি হারুনুর রশিদকে সভাপতি ও মাওলানা মীর আহমাদুল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়৷ এ কমিটির ঘোষণার পরদিন সিরাজুল মামুন নিজের পদ ও নতুন কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা করেন৷ পরে ওই মাসের ১৬ তারিখ সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের উপস্থিতিতে ঢাকায় এক সভায় নারায়ণগঞ্জে হেফাজতের সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়৷

এদিকে, বিতর্কিত কমিটির আয়োজনে নারায়ণগঞ্জে সমাবেশ ঘোষণা করলে আপত্তি জানায় হেফাজতের একাংশ৷ তারা বুধবার এ সমাবেশ বয়কটেরও আহ্বান জানান৷

এ পরিস্থিতিতে সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিআইটি মসজিদে এক বৈঠকে বসেন হেফাজতের নেতারা৷ এ সময় কেন্দ্রীয় নায়েবে আমীর মাহফুজুল হক, আব্দুল আউয়ালসহ উভয়পক্ষের লোকজন উপস্থিত ছিলেন৷ সন্ধ্যায় ছয়টা থেকে অন্তত দুই ঘন্টার এ বৈঠকে উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলেও বৈঠকে উপস্থিত নেতাদের সূত্রে জানা গেছে৷

তবে, একাংশের আপত্তি থাকা সত্ত্বেও শুক্রবারের সমাবেশ বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি৷ যদিও এ সমাবেশের বিরোধী-অংশটি সমাবেশ বয়কটের সিদ্ধান্তে অটল৷

মুঠোফোনে হেফাজতে ইসলামের জেলা কমিটির সহসভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “মুরুব্বিরা আজকে বসছিলেন৷ তারা আলোচনা করেছেন৷ শুক্রবার সমাবেশ হচ্ছে৷ যারা বিরোধীতা করেছেন তারা ব্যক্তিস্বার্থে কাজ করছেন৷ সংগঠনেরর সব কথা তো বলতে পারতেছি না৷ কোনো ব্ল্যাকমেইলে কাজ হবে না, প্রোগ্রাম হবে৷”

তবে, সমাবেশকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলে জানান হেফাজতের এ নেতা৷

গত আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব হেফাজতে ইসলামের উপরও পড়ে৷ ধর্মভিত্তিক এ সংগঠনটির বড় একটি অংশের নেতারা হেফাজতের কয়েকজন নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ ও ওসমানঘেঁষা দাবি করে কথা বলতে শুরু করেন৷ ওসমান পরিবারঘেঁষা নেতাদের তালিকায় মাওলানা ফেরদাউসুর রহমানও আছেন৷ তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অতিঘনিষ্ঠ বলে পরিচিত৷ আওয়ামী লীগঘেঁষা নেতাদের বিরোধীতা থেকেই হেফাজতে বিভক্তি দেখা দেয়৷

সর্বশেষ

জনপ্রিয়