২৫ এপ্রিল ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১:০৪, ২৪ এপ্রিল ২০২৫

ইসলামী আন্দোলনের শহর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলনের শহর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ভারতের ওয়াকফ আইন সংস্কার ও 'ধর্মবিরোধী' নারী সংস্কার বাতিলের দাবি জানিয়ে আগামী শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল সফল করতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শহরের এক মিলনায়তনে নারায়ণগঞ্জ শহর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান। 

সভায় সভাপতিত্ব করেন শহর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ কবির হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের অংশ হিসেবে ওয়াকফ আইন সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে ইসলামবিরোধী নারী সংস্কার আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এসব বন্ধ না হলে প্রতিবাদ অব্যাহত থাকবে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মাহদী হাসান।

এ সময় সংগঠনের শহর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে স্থান পাওয়া সদস্যদের মধ্যে রয়েছেন: সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কবির হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু হানিফ, মোহাম্মদ তোফায়েল আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মো. শাহ আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, প্রচার ও দাওয়া সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক প্রধান, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর ফিরোজ লিটন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শেখ সাদী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম তালুকদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রিপন মোল্লা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল খান, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল ওয়াহাব, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন হোসেন, সহ প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা সালমান ফেরদাউস, সহ দপ্তর সম্পাদক মো. সবুজ মিয়া, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক শেখ মোহাম্মদ রাসেল, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাইমুল এহসান (শাহ আলম), সদস্য আলহাজ্ব শেখ হাবিবুল্লাহ হাবিব, মো. রোশান আলী, মো. শহিদুল ইসলাম, নোমান আহমেদ, নিজাম মিয়া, মো. তারেক আহমেদ বাবলু, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. শাহিন।

সর্বশেষ

জনপ্রিয়