২৪ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৮, ২৩ এপ্রিল ২০২৫

ইসলামী আন্দোলনের মানববন্ধন 

নগরবাসীর বিশুদ্ধ পানি, যানজট ও চিকিৎসাসেবা সংকট নিরসনের দাবি

নগরবাসীর বিশুদ্ধ পানি, যানজট ও চিকিৎসাসেবা সংকট নিরসনের দাবি

নারায়ণগঞ্জে নগরবাসী নানামুখী সমস্যায় জর্জরিত—বিশুদ্ধ পানির সংকট, যানজট ও স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় নগর ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যসেবা, যানজট ও পানির সংকট নিরসনের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সিদ্ধিরগঞ্জ থানা উত্তর সভাপতি মুহা. ইসমাইল, শহর শাখা উত্তর সভাপতি আলহাজ মোহাম্মদ কবির হোসেন ও দক্ষিণের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম।

মাসুম বিল্লাহ বলেন, “ওয়াসার পানি দুর্গন্ধযুক্ত ও অনির্ভরযোগ্য। ওজুর সময় এই পানি ব্যবহারে পবিত্রতার পরিবর্তে অপবিত্রতার শঙ্কা তৈরি হয়।” তিনি আরও বলেন, “শহরের প্রধান ও উপ-সড়কগুলোতে যানজট প্রতিদিনের সমস্যা। এতে সময় ও শ্রম অপচয় হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই, জরুরি রোগী এলেও অধিকাংশ সময় ঢাকা রেফার করা হয়। রোগীদের প্যাথলজিক্যাল টেস্ট করতেও বাইরে যেতে হয়।”

সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ বলেন, “নগরবাসীর ভোগান্তির অন্যতম কারণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ধীরগতি ও উদাসীনতা। জলাবদ্ধতা সমস্যা ভয়াবহ। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। বর্ষাকাল সামনে, এখনই ব্যবস্থা না নিলে দুর্ভোগ বাড়বে।”

তিনি অবিলম্বে নাগরিক সমস্যা সমাধানে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাকির হোসেনের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়