গাজী ঘনিষ্ঠ জেলা কৃষকদলের সেই ২ নেতা বহিষ্কার

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেওয়ান মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী-কে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে বুধবার (২৩ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।
গত ২৫ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডা. মো. শাহীন মিয়াকে আহবায়ক, মো. আলম মিয়াকে সদস্য সচিব এবং হাজী দেওয়ান মাহমুদকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৭৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেয়। এ কমিটিতে এই দুজন পদ পান।
বহিষ্কৃত ২ নেতার বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে ঘনিষ্ঠতার সম্পর্ক রয়েছে। কমিটি ঘোষণার পরপর তাদের দুইজনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভিতরে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা এই দুই নেতার বহিষ্কারের দাবি তোলে। এর মধ্যে জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেওয়ান মাহমুদ ফতুল্লা থানায় করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাবরুর হোসাইন হত্যা মামলার ২৫ নম্বর আসামি। গত ২১ ফেব্রুয়ারি শেখ হাসিনাকে প্রধান আসামি করে ফতুল্লা থানায় এ হত্যা মামলা করা হয়।