২০ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১০, ২০ এপ্রিল ২০২৫

রাইসা- প্রত্যাশার নেতৃত্বে ছাত্র ফেডারেশনের তোলারাম কলেজ কমিটি

রাইসা- প্রত্যাশার নেতৃত্বে ছাত্র ফেডারেশনের তোলারাম কলেজ কমিটি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) জেলা কার্যালয়ে সভাপতি ফারহানা মানিক মুনা ও সহ-সভাপতি সাঈদুর রহমানের উপস্থিতিতে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রাইসা ইসলামকে এবং সদস্য সচিব করা হয়েছে মুন্নী আক্তার প্রত্যাশাকে।

নবনির্বাচিত আহ্বায়ক রাইসা ইসলাম বলেন, “বিগত দিনের ছাত্র রাজনীতি বলতে সন্ত্রাসবাদ বোঝানো হতো, আমরা সে রাজনীতির বিপরীতে শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি গড়ে তুলবো। সন্ত্রাস-দখলদারিত্ব নয়, ছাত্রদের অধিকার আদায়ে লড়াই করাই আমাদের লক্ষ্য।”

সদস্য সচিব মুন্নী আক্তার প্রত্যাশা বলেন, “আমরা সরকারি তোলারাম কলেজকে একটি নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাসে রূপান্তর করতে চাই। এই ক্যাম্পাস হবে ছাত্র-শিক্ষক-কর্মচারী সবার জন্য সহায়ক, যেখানে প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।”

নবগঠিত কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক রাইসা ইসলাম, সদস্য সচিব মুন্নী আক্তার প্রত্যাশা, কার্যকরী সদস্য স্বপ্নীল শোভন, আজীজুল হাকিম আয়াতুল (প্রচার), আশা মনি সুরভী (অর্থ), ইসরাত জাহান রুপালি (দপ্তর), শারমিন (পাঠচক্র), মিম আহমেদ ও তাসনিয়া জাহান তিশা (নারী সেল), শাকিল হাওলাদার (ক্রীড়া), মাহিম হাসান (সাংস্কৃতিক) এবং পরবর্তীতে ৪ জন সদস্য কো-অপ্ট করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়