জনগণ চায় আগে সংস্কার, পরে নির্বাচন: মাসুম বিল্লাহ

“দেশের জনগণ চায় আগে সংস্কার, পরে নির্বাচন। শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না”—এ কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
শুক্রবার (১৮ এপ্রিল) বাদ মাগরিব নগর কার্যালয়ে নতুন সেশনের দায়িত্ব হস্তান্তর সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অন্যান্য রাজনৈতিক দলও সংস্কারের পূর্বে নির্বাচন চায় না। জনগণের চাওয়া হলো—একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন। আগে সংস্কারের পূর্ণাঙ্গ সমাপ্তি ঘটাতে হবে।”
তিনি বলেন, “নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সাধন সম্ভব নয়। সংবিধান ও নির্বাচন প্রক্রিয়ায় মৌলিক সংস্কার ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান এবং মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক সাইয়্যেদ রিদওয়ান।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, “যদি সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন থাকে, তবে ফ্যাসিবাদ ও তাদের দোসর নব্য উত্তরসূরীদের নির্বাচনে নিষিদ্ধ করতে হবে। শুধু ‘নির্বাচন নির্বাচন’ বলে বাড়াবাড়ি করা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান শুধু নির্বাচন নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের দাবিতে হয়েছিল। যারা এখন নির্বাচনের নামে হট্টগোল করছে, তারা ভারতের প্রেসক্রিপশনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত এবং ভারতকে খুশি করতেই ব্যস্ত।”