আইনজীবী পেশায় সৎ থাকা খুবই জরুরি: মাওলানা মঈনুদ্দিন

নারায়ণগঞ্জে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আইনজীবী থানা শাখা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নতুন কোর্ট এলাকায় একটি রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
তিনি বলেন, “আইনজীবী একটি মহান পেশা এই পেশায় সৎ থাকা খুবই জরুরি, দেশের আইনে কুরআনের শাসন না থাকায় এই পেশায় সৎ থাকা দুর্লভ হয়ে দাঁড়ায়। তবে সম্ভব। আমরা সব সময় আল্লাহর আইন ও রাসূলের দেখানো পদ্ধতিতে জীবন গড়ার চেষ্টা করবো। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে।”
সভায় সভাপতিত্ব করেন আইনজীবী থানা সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান এবং সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য মাইনউদ্দিন মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাড. হাফিজ মোল্লা, অ্যাড. তমিজ উদ্দিন আহমেদ, অ্যাড. ইস্রাফিল হোসেন, অ্যাড. আকতার হোসেন, আর সামাদ মোল্লা, অ্যাড. সাইফুল ইসলাম, অ্যাড. গোলাম সারোয়ার, অ্যাড. মর্তুজা প্রমুখ।