১৯ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৭, ১৭ এপ্রিল ২০২৫

শ্রমিক নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রমিক নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদের মুক্তি এবং নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি হাসনাত কবির। বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এস. এম. কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, রূপগঞ্জ উপজেলার সভাপতি সোহেল ও কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আনোয়ার খান।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ফতুল্লার নিজ বাসা থেকে যৌথ বাহিনীর সদস্যরা গার্মেন্টস শ্রমিক নেতা সেলিম মাহমুদকে তুলে নিয়ে যায়। এ সময় তার বাসার গেট ভেঙে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার এবং তার স্কুলপড়ুয়া ছেলেকে লাঞ্ছনা করা হয়। তাদের দাবি, তার বিরুদ্ধে থানায় কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও পূর্বের দুটি মামলায় তাকে জড়ানো হয়েছে, যার মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা।

বক্তারা বলেন, রবিনটেক্স পোশাক কারখানায় ইউনিয়ন গঠনের উদ্যোগ নেয়ার পর থেকেই কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে শ্রমিকদের মত প্রকাশের অধিকারকে দমন করছে। কারখানার ভেতরে চলমান শ্রমিক আন্দোলনের পটভূমিতে ইউনিয়নের সাধারণ সম্পাদককে দীর্ঘদিন প্রবেশ করতে না দেয়ার অভিযোগও তোলেন তারা। এছাড়া সেলিম মাহমুদসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানিকে শ্রমিক স্বার্থ রক্ষার প্রতিবন্ধকতা হিসেবে বর্ণনা করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আগের স্বৈরাচারী সরকারের পথেই তারা হাঁটছে। শ্রমিকদের ওপর নিপীড়ন চালিয়ে মালিকদের স্বার্থ রক্ষা করতে গেলে সরকারকে এর কঠিন মূল্য দিতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়