১৯ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২২, ১৭ এপ্রিল ২০২৫

শ্রমিক নেতা সেলিম মাহমুদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

শ্রমিক নেতা সেলিম মাহমুদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

নারায়ণগঞ্জে গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতা সেলিম মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি দুলাল সাহা ও সাধারণ সম্পাদক আ. সালাম বাবুল এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ১৫ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে সেলিম মাহমুদকে ফতুল্লার নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় সেনাবাহিনী এবং পরে তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়। তিনি রূপগঞ্জের ভুলতা এলাকায় অবস্থিত রবিনটেক্স গার্মেন্টস কারখানার শ্রমিকদের ইউনিয়ন গঠনে সহায়তা এবং নির্যাতিত শ্রমিকদের আইনগত সহযোগিতা করে আসছিলেন।

নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, রবিনটেক্স কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার হরণ করে আসছে। মালিকপক্ষের দমন-পীড়নের বিরুদ্ধে শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। সেই আন্দোলনে সহানুভূতি দেখানো এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোই সেলিম মাহমুদের ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রবিনটেক্সের শ্রমিকদের পক্ষ থেকে শ্রম আদালতে মামলা চলমান রয়েছে এবং শ্রম অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু সেসবের কোনো প্রতিকার মেলেনি।

তারা বলেন, "আমরা আশা করছি রবিনটেক্স মালিকপক্ষ ও প্রশাসন বোধোদয় ঘটিয়ে অবিলম্বে সেলিম মাহমুদ, সীমাসহ গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি দেবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করবে। পাশাপাশি দমন-পীড়নের পথ পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সৃষ্ট শিল্প-অসন্তোষ নিরসনের উদ্যোগ নেওয়া হবে।"

সংগঠনটি অবিলম্বে শ্রমিক নেতা সেলিম মাহমুদের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানায়।

সর্বশেষ

জনপ্রিয়