সেলিম মাহমুদের দুই দিনের কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার বাসদ নেতা ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে পুলিশ ১২ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত একটি মামলায় দুই দিনের কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন এবং অপর মামলায় রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান জানান, দুটি মামলার মধ্যে পুলিশের করা মামলায় রিমান্ড আবেদন আংশিক মঞ্জুর করে আদালত কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। অপরদিকে, কারখানা মালিকপক্ষের মামলায় রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার ফতুল্লার নিজ বাসা থেকে সেলিম মাহমুদকে আটক করে যৌথ বাহিনী। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গত ৯ এপ্রিল রূপগঞ্জের রবিনটেক্স বাংলাদেশ লিমিটেডে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জ থানায় দুটি পৃথক মামলা করা হয়। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।