১৯ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০১, ১৬ এপ্রিল ২০২৫

রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনে কোনো লাভ নেই: মুফতি মাসুম বিল্লাহ

রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনে কোনো লাভ নেই: মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, "দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো পরিবর্তন হয়নি। চাঁদাবাজি, দখলদারি, পেশিশক্তির প্রদর্শন এখনো বিদ্যমান। কারা এসব করছে, তা আমরা সবাই জানি। জনপ্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানেও পতিত স্বৈরাচারের রেশ এখনো বর্তমান। এই প্রেক্ষাপটে নির্বাচনকে কেন্দ্রবিন্দুতে না এনে রাষ্ট্রীয় কাঠামোয় সংস্কার এনে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে হবে।"

বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, মাওলানা হাবীবুল্লাহ হাবিব, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সহকারী যুগ্ম সেক্রেটারি আলহাজ্ব শেখ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভারতের সাম্প্রতিক ওয়াকফ বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “ভারতে ওয়াকফ বিলের বিতর্কিত সংস্কার ও মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। মুসলমানদের হয়রানি ও নিপীড়নের জন্যই এই বিল করা হয়েছে। ইতোমধ্যে এই অজুহাতে শতাধিক মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছে, যা ধর্মীয় স্বাধীনতার সরাসরি লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

সর্বশেষ

জনপ্রিয়