১৬ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ১৩ এপ্রিল ২০২৫

সোনারগাঁওয়ে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গণসংহতি’র সমাবেশ

সোনারগাঁওয়ে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গণসংহতি’র সমাবেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গাজা ও রাফার মজলুম ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন, সোনারগাঁও উপজেলা শাখা। রোববার (১৩ এপ্রিল) সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।

সভাপতিত্ব করেন মোমেন হাসান প্রান্ত, আহ্বায়ক, গণসংহতি আন্দোলন, সোনারগাঁও উপজেলা এবং সঞ্চালনা করেন মোবাশ্বির হোসাইন, সদস্য সচিব, গণসংহতি আন্দোলন, সোনারগাঁও উপজেলা।

বক্তব্য দেন সোনারগাঁও উপজেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম হিমেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সোনারগাঁও উপজেলার যুগ্ম সদস্য সচিব ফয়সাল ইসলাম পাপ্পু, পাঠচক্র বিষয়ক সম্পাদক জুম্মি আক্তার।

সংহতি বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য মনির হোসেন এবং ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যা শুধু মুসলমানদের ওপর নয়, এটি পুরো মানবজাতির ওপর আঘাত। জাতিসংঘের নীরবতা এই হত্যাযজ্ঞে সহযোগিতার সামিল।” তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান— ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে একটি সুস্পষ্ট অবস্থান গ্রহণ করার।

বক্তারা আরও বলেন, “সকল জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি ন্যায়সংগত মুক্তি সংগ্রামের প্রতীক।”

সর্বশেষ

জনপ্রিয়