সিদ্ধিরগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ (১ ও ৭ নম্বর ওয়ার্ড) শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, “এই দুনিয়াতেই আমাদের সমস্ত কিছু শেষ নয়। সমাজের নিপীড়িত মানুষের কল্যাণে যত বেশি সম্ভব নিজেকে বিলিয়ে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের মুক্তিই হওয়া উচিত একমাত্র লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন নায়েবে আমীর আব্দুল গফুর মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা সেক্রেটারি সাদ আহমেদ এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।