১৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৬, ১২ এপ্রিল ২০২৫

বিএনপি জনগণের সঙ্গে আছে বলেই আপনারা ভয় পান: দিপু ভূঁইয়া

বিএনপি জনগণের সঙ্গে আছে বলেই আপনারা ভয় পান: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচন দিন। নির্বাচিত হয়ে তারপর ক্ষমতায় বসুন। বিএনপি জনগণের সঙ্গে আছে বলেই আপনারা ভয় পান।”

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠে থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এই মাঠে বিগত সতেরো বছরে অনেক এমপি এসেছেন, নেতা এসেছেন। কিন্তু জলাবদ্ধতা বা অন্য কোনো সমস্যা কি সমাধান হয়েছে? তারা শুধু লুটপাট করেছে, সন্ত্রাস করেছে। বিএনপি ক্ষমতায় এলে ছাদে উঠে নয়, বাড়ির উঠোনেই কোরবানি দিতে পারবেন। মাদক ও সন্ত্রাসীদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।”

তিনি বলেন, “আমাদের সন্তানদের স্কুলে যাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করবে বিএনপি। পানি সমস্যা ও মাদকের ভয়াবহতা এই সরকার সমাধান করতে পারেনি, বিএনপি তা করবে।”

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে দিপু বলেন, “আপনারা সংস্কারের কথা বলছেন, শেখ হাসিনা যেদিন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, সেদিনই অর্ধেক সংস্কার হয়ে গিয়েছিল। পাঁচ বছর নয়, পঞ্চাশ বছর থাকুন, তাতে আপত্তি নেই—তবে সেটা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসুন।”

সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া।

সর্বশেষ

জনপ্রিয়