১৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৮, ১২ এপ্রিল ২০২৫

নির্বাচিত হয়ে পাঁচ নয়, পঞ্চাশ বছর থাকুন: রাজীব

নির্বাচিত হয়ে পাঁচ নয়, পঞ্চাশ বছর থাকুন: রাজীব

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা বিএনপির আয়োজিত সমাবেশে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে রাজীব বলেন, “আজ অনেকে হাইপ তুলছে—সরকারকে ৫ বছর থাকতে হবে। আমি বলছি, ৫ নয়, পঞ্চাশ বছর থাকুন—কিন্তু আগে সৎ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসুন। অতীতে ফ্যাসিস্ট সরকারের সময় আমলারা বলত শেখ হাসিনার সরকার দরকার। সেই প্রচারণার আড়ালে দেশকে লুটেপুটে খাওয়া হয়েছে।”

ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “রাজপ্রাসাদে থেকে সুন্দর কথা বলা নেতার চেয়ে রাজপথে থেকে আন্দোলন করা কর্মীর অভিমান আমার কাছে বেশি মূল্যবান। আমাদের নেতা তারেক রহমান সবসময় বলেছেন—সবার আগে দেশ ও দেশের মানুষ। বিএনপি সেই রাজনীতিতেই বিশ্বাস করে।”

দলের শৃঙ্খলা ও নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের একমাত্র নেতা তারেক রহমান। তিনিই দায়িত্ব দেন, আবার প্রয়োজন হলে দায়িত্ব ফিরিয়েও নিতে পারেন। দায়িত্ব পেয়ে কেউ অহমিকা করবেন না। কোনো নেতার কারণে দলের বিন্দুমাত্র ক্ষতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “আমাদের মতো অনেক নেতাকে ২-৩ মাসের বেশি জেল খাটতে হয়নি, কিন্তু আমাদের নেত্রী বছরের পর বছর জেল খেটেছেন। এমন একজন নেত্রীর বিরুদ্ধে কেউ বদনাম করলে তা মেনে নেওয়া হবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া।

সর্বশেষ

জনপ্রিয়