১৮ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৭, ৯ এপ্রিল ২০২৫

ইসরায়েলী নৃশংসতার প্রতিবাদে মহানগর বিএনপির সমাবেশ বৃহস্পতিবার

ইসরায়েলী নৃশংসতার প্রতিবাদে মহানগর বিএনপির সমাবেশ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, "আগামী দিনের র‍্যালী বা সমাবেশ আমাদের যে প্রতিবাদ, সে প্রতিবাদ আমাদের নেতা তারেক রহমানের ডাকা এবং সেটা সফল করার জন্য সকল অঙ্গ সংগঠন এবং মূল দলের সাথে কেন্দ্র থেকে কথা বলেছে। আমরা যে সময়টা অতিবাহিত করেছি, এখনকার সময়টা একটু ভিন্ন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলার মাটিতে নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য আমাদের সকল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আমরা দেশের বৃহত্তর দল, এবং বৃহত্তর দলের যেভাবে সভা, সমাবেশ, মিছিল, মিটিং হওয়ার কথা, সেটা করার জন্য আমাদের নেতা আমাদের নির্দেশ দিয়েছেন।"

তিনি বুধবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত একটি প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন। এই সভা অনুষ্ঠিত হয় গাজা ও রাফায় ইসরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে।

এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফহেত মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু প্রমুখ।

সভায় মহানগর বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টার মধ্যে ব্যানার ও ফেস্টুন দিয়ে সুসজ্জিত হয়ে মিছিল নিয়ে হোসিয়ারি সমিতির সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়