১৮ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৬, ৯ এপ্রিল ২০২৫

শেখ হাসিনার প্রিয় মানুষ ছিলেন সন্ত্রাসীদের গডফাদার: গিয়াসউদ্দিন

শেখ হাসিনার প্রিয় মানুষ ছিলেন সন্ত্রাসীদের গডফাদার: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, "বাংলাদেশের মানুষ খুনির বিচার চায়। শেখ হাসিনা একজন খুনি। তার প্রিয় মানুষ ছিলেন সন্ত্রাসীদের গডফাদার হিসেবে চিহ্নিত, যারা নারায়ণগঞ্জে নিরস্ত্র মানুষদের হত্যা করেছে, ত্বকীর মতো শিশুদের হত্যা করেছে, এবং বহু মায়ের বুক খালি করেছে। তাহলে আমরা আজ বিচার চাই না কেন?"

তিনি বুধবার (৯ এপ্রিল) ফতুল্লার এনায়েত নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এবং কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন আরও বলেন, "আমরা বিচার চাই। শেখ হাসিনা রাষ্ট্রের সম্পদ লুন্ঠন করেছেন, ব্যাংকগুলোর অর্থ চুরি করে বিদেশে পাচার করেছেন। শেখ পরিবারের কেউ নেই, যে এই চুরির সাথে সম্পৃক্ত নয়। দেশের সম্পদ তারা লুটপাট করে, চুরি করে, বিদেশে পাচার করেছে। এই দেশে তারা অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছে। আজ আমরা মুক্ত স্বাধীন দেশে কি তাদের বিচারের দাবী করবো না?"

তিনি বলেন, "এই চোরদের, এই লুটেরাদের বিচার হওয়া উচিত। শেখ হাসিনা ফ্যাসিষ্ট সরকার এদেশের জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে তারা প্রহসন করেছে। জনগণের ভোটের অধিকার প্রয়োগ করতে দেয়নি। জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করতে চেয়েছিল, কিন্তু তারা নিজেদেরকে নির্বাচিত এমপি ঘোষণা করেছে এবং বলপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছে।"

গিয়াসউদ্দিন আরও বলেন, "বিগত দিনগুলোতে ফ্যাসিষ্ট সরকারের আমলে গডফাদার শামীম ওসমান ও তার দোসররা যে দুর্নাম করেছে, সে দুর্নাম মুক্ত করতে হবে। আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে, তার বিপরীতে আমাদের ভালো কাজ করতে হবে, জনগণের পক্ষে কাজ করতে হবে। আমাদের লক্ষ্যে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা, যেখানে মানুষ একে অপরকে ভালোবাসবে এবং সম্মান করবে।"

তিনি অভিযোগ করেন, "স্বৈরাচারী শেখ হাসিনার আমলে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসায় ভালো মানুষের অবস্থান ছিল না। সেখানে দলীয়করণ করা হয়েছিল। যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, তাকেও মসজিদের দায়িত্ব দেয়া হয়েছিল। অটোপাশ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছিল।"

এনায়েত নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মাহফুজুর রহমান মাফুজের সভাপতিত্বে এবং এনায়েত নগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমনের পরিচালনায় এবং কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাড. বারী ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক এডভোকেট খন্দকার আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জিএম সাদরিল, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ সহ অসংখ্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়