গডফাদার কখনোই জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়নি: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, "স্বৈরাচারী সরকার এদেশের জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র খর্ব করেছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি। জনগণের অধিকার প্রয়োগ করে তাদের পছন্দ মতো নেতা নির্বাচিত করতে দেয়নি। সারা বাংলাদেশে বলপূর্বক দিনের ভোট রাতে করেছে, ভোটার বিহীন ভোট করেছে।"
মঙ্গলবার (৮ এপ্রিল) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন আরো বলেন, "এই নারায়ণগঞ্জে ৫টি আসন। এই ৫টি আসনে একজনও সংসদ সদস্য নির্বাচিত ছিলো না, স্ব-ঘোষিত ছিলো। তারা নিজেরাই নিজেদেরকে পার্লামেন্ট মেম্বার হিসেবে ঘোষণা দিয়েছে, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত হয়নি।"
তিনি ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গে বলেন, "একজন আলেম, যিনি রাজনীতিও করতেন না, পরিচিতও ছিলেন না, জোটের প্রার্থী হয়ে এখানে নির্বাচন করতে এসেছিলেন। তাকে এমন ভয় পেয়েছে যে, সন্ত্রাসীদের গডফাদারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তার সহ্য হয়নি। পুলিশ ও প্রশাসন দিয়ে তাকে নারায়ণগঞ্জ থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। তাহলে সেই নির্বাচনটা কী হয়েছে?" তিনি আরও বলেন, "একমাত্র দুই-এক ঘণ্টার জন্য ভোট দেওয়ার সময় জনগণ পেয়েছিল এবং ওই সময় যারা ভোট দিয়েছে, তাদের ভোটই গণনা করা হয়েছে।"
গিয়াসউদ্দিন বলেন, "জনগণের ভোটে এই এলাকার সন্ত্রাসীদের গডফাদার কখনোই সংসদ সদস্য নির্বাচিত হয়নি।" তিনি আরও বলেন, "ধিক্কার জানাই তাদের, যারা জনগণের ম্যান্ডেট ছাড়া বলপূর্বক ক্ষমতা দখল করে এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে, নিজের ছেলে-ভাতিজাকে চোর বানায়, চাঁদাবাজ বানায়। এর চেয়ে জঘন্য মানুষ আর কী হতে পারে?"
তিনি বলেন, "আজকে তারা প্রাণভয়ে পালিয়ে গেছে, অর্থ-সম্পদ লুন্ঠন করে নিয়ে গেছে। শেখ হাসিনা ও তার কর্মীরা বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে, যাতে জনগণের সুখ-শান্তি সমৃদ্ধি সরকার না এনে দিতে পারে। তারা চায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং গণতন্ত্রকে ব্যাহত করতে।"
এ অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতাম মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারি ভুইয়া, যুগ্ম-সম্পাদক এডভোকেট খন্দকার আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি এস এম আসলাম, জি এম সাদরিল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।