গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বাসদ এর বিক্ষোভ সমাবেশ

ইসরায়েলের 'জায়নবাদী' নেতানিয়াহুর সরকার কর্তৃক ফিলিস্তিনের গাজায় অব্যাহত গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও শহরে মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব। বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ জেলার সদস্য এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।
নেতৃবৃন্দ বলেন, "১৯৪৮ সালে সাম্রাজ্যবাদী গোষ্ঠী দ্বারা তৈরি হওয়া কৃত্রিম জায়নবাদী সামরিক রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের ভূমি ক্রমাগত দখল করে চলেছে। বর্তমানে গাজার অর্ধেক ভূমি দখল করেছে ইসরায়েল।" তাঁরা বলেন, "এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ ও অস্ত্র সহায়তায় ইসরায়েল দানবীয় শক্তিতে পরিণত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লক্ষ ১৫ হাজার আহত হয়েছে, যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।"
বক্তারা আরও বলেন, "এটি মুসলমান বনাম ইহুদির যুদ্ধ নয়, এটি মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ও ইসরাইলি জায়নবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার লড়াই।" তারা বলেন, "বিশ্বব্যাপী গণহত্যার প্রতিবাদ চলছে, তবে মুসলিম দেশগুলোর বেশিরভাগই নিরব, এমনকি ইসরায়েল ও সৌদি আরবসহ কিছু মুসলিম দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, যা অত্যন্ত লজ্জাজনক।"
নেতৃবৃন্দ গত সোমবারের প্যালেস্টাইনের সাথে সংহতি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি ও হামলা-লুটপাটের তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে "মামুলী" বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানান।