ইজরায়েলের গণহত্যার বিরুদ্ধে ছাত্র ফেডারেশনের সংহতি মিছিল

ফিলিস্তিনের জনগণের উপর ইজরায়েলের গণহত্যার বিরুদ্ধে সারাবিশ্বে চলমান 'ওয়ার্ল্ড স্ট্রাইক' কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা একটি সংহতি মিছিল আয়োজন করে। সোমবার (৭ এপ্রিল) মিছিলটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু রোড প্রদক্ষিণ করে নিতাইগঞ্জ হয়ে পুনরায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
মিছিল পরবর্তীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “বছরের পর বছর ফিলিস্তিনে বর্বরতা চলছে। সেখানে মায়ের কোল থেকে শিশুরা, নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক শহীদ হচ্ছে গোলাবারুদের বিস্ফোরণে। ইজরায়েল বিশ্বে বর্বরতার সমস্ত মাত্রা অতিক্রম করেছে। আর জাতিসংঘের মতো বিশ্ব মোড়ল বনে থাকা সংস্থাগুলো নিজেদের নিশ্চুপ অবস্থান নিয়ে গণহত্যার পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা এই হত্যার নীতি থেকে পরিত্রাণ চাই। বিশ্ববাসী আজ যুদ্ধনীতির বিপরীতে ফিলিস্তিনের মানুষের পক্ষে অবস্থান নিয়ে 'ওয়ার্ল্ড স্ট্রাইক' পালন করছি।”
তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়বিচারের জন্য সংগ্রাম কোনো একক দেশের সমস্যা নয়, এটি সমগ্র মানবজাতির দায়িত্ব। অনতিবিলম্বে ইজরায়েলকে তার হত্যা নীতি পরিহার করতে হবে। ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সকল মহলকে ইজরায়েলের যুদ্ধনীতি পরিহারে শক্তিশালী অবস্থান নিয়ে ফিলিস্তিনের মুক্তির পক্ষে দাড়াতে হবে। গাজা, সিরিয়া ও ফিলিস্তিনের গণহত্যার সাথে জড়িত সকল পক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
সংহতি মিছিলে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম ও তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূরসহ জেলা ও শাখা কমিটির অন্যান্য সংগঠক-কর্মীরা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের সাধারণ ছাত্র-জনতা।