১০ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৩, ৬ এপ্রিল ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন ছাত্র ফেডারেশনের

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন ছাত্র ফেডারেশনের

বিশ্বব্যাপী গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে ঘোষিত সোমবারের প্রতীকী সাধারণ ধর্মঘট (স্ট্রাইক)-এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা।

রোববার (৬ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জেলা শাখার সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা বলেন, “এই ধর্মঘট শুধু একটি কর্মসূচি নয়—এটি হলো ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর এক মানবিক ও রাজনৈতিক উচ্চারণ।”

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, “বর্তমানে গাজায় ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে, তা মানবতার ইতিহাসে এক ভয়াবহ কলঙ্কচিহ্ন। হাজার হাজার নিরীহ শিশু, নারী, বৃদ্ধ মানুষ নিষ্ঠুরভাবে নিহত হচ্ছে। ধ্বংস করা হচ্ছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, শরণার্থী শিবির—যা মানবিক বোধ ও আন্তর্জাতিক আইনের সব সীমা লঙ্ঘন করেছে। এই নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের অংশ।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে, এই মুহূর্তে নিরবতা মানেই গণহত্যার পক্ষে অবস্থান নেওয়া। তারা সকল শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও সচেতন জনগণকে ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়