০৩ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৫, ৩০ মার্চ ২০২৫

আপডেট: ২২:৫৫, ৩০ মার্চ ২০২৫

তারেক রহমানের ঈদ উপহার পেল রিয়া গোপের পরিবার

তারেক রহমানের ঈদ উপহার পেল রিয়া গোপের পরিবার

নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো ছয় বছরের শিশু রিয়া গোপের পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিয়েছেন বিএনপির নেতারা। রবিবার (৩০ মার্চ) মহানগর বিএনপির নেতারা উপহার সামগ্রী নিয়ে রিয়া গোপের বাড়িতে যান।

এ সময় বিএনপির মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন। রিয়া গোপের মা বিউটি ঘোষ মেয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, "আপনারা শুধু আমার শিশু মেয়েটার জন্য দোয়া করবেন, আমি আর কিছু চাই না।"

এদিকে, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, "আমরা আপনাদের পাশে আছি এবং সর্বাত্মক সহযোগিতা করবো। আপনার এ কান্না হয়তো আমরা কখনোই মুছতে পারবো না। একটা সন্তানের জন্য মায়ের যে কান্না, তা কখনোই দূর করা সম্ভব নয়।"

এসময় উপস্থিত ছিলেন জয় কে রয় চৌধুরী।

রিয়া গোপ নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকার ব্যবসায়ী দীপক কুমার গোপের একমাত্র কন্যা ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই গণ আন্দোলনের সময় দুপুরে নিজেদের পাঁচতলা বাড়ির বারান্দায় খেলার সময় গুলিবিদ্ধ হয় রিয়া। রক্তাক্ত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাঁচদিন আইসিইউতে থাকার পর ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়া।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শহরের ডিআইটি এলাকায় আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই সময় শামীম ওসমান তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান এবং শ্যালক তানভীর আহমেদ টিটুকে নিয়ে সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেন। তাদের হামলায় রিয়া গোপ গুলিবিদ্ধ হন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, আন্দোলনকারীদের দমাতে হেলিকপ্টার থেকেও টিয়ারগ্যাস ও গুলি ছোড়া হয় বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়