০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৫১, ৩০ মার্চ ২০২৫

মা হারালেন আওয়ামী লীগ নেতা আরাফাত

মা হারালেন আওয়ামী লীগ নেতা আরাফাত

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার প্রবীন রাজনীতিবিদ প্রয়াত আলম চাঁন মুন্সীর স্ত্রী সুফিয়া খাতুন আর নেই। শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৭টায় বার্ধক্যজনিত রোগে সাইনবোর্ডস্থ প্রো-এ্যাক্টিভ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি ৫ ছেলে ১ মেয়ে, নাতি নাতনি সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

রোববার (৩০ মার্চ) বেলা ১১টায় দেওভোগ বড় জামে মসজিদে (শুক্কুরকারী) জানাযা শেষে মরহুমা সুফিয়া খাতুনকে পাইকপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমার চতুর্থ ছেলে শরিফুল্লাহ দস্তগীর। 

মরহুমা সুফিয়া খাতুনের মেজ ছেলে জি এম আরাফাত মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ছোট ছেলে কুদরত উল্লাহ দেওভোগ উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি।

সুফিয়া খাতুনের মৃত্যু সংবাদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহ বিভিন্ন দলের নেতারা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়