১২০০ পরিবারের পাশে ঈদ সামগ্রী নিয়ে শকু’র পরিবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের ডন চেম্বার, বাগে জান্নাত, উত্তর চাষাঢ়া, ইসদাইর, জামতলা সহ প্রায় ১২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু পরিবার। এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রোগমুক্তি কামনা করা হয় এবং বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রূহের মাগফেরাত কামনা করা হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন: সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, তার স্ত্রী মহানগর মহিলা দলের নেত্রী দিপা হাসেম, ছেলে সায়েরাজ হাসেম এবং মেয়ে নওশীন হাসেম।
সংক্ষিপ্ত বক্তব্যে দিপা হাসেম বলেন, “প্রতি বছরের ন্যায় আমাদের পরিবার আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় আমাদের পরিবার আপনাদের পাশে দাঁড়িয়েছে। ঈদে যেন এই ওয়ার্ডের সকল হতদরিদ্র পরিবার একটি ভালো সময় কাটাতে পারে, সেই জন্য ঈদ সামগ্রী বিতরণ করছি।”