ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের আহ্বান মাওলানা মঈনুদ্দিনের

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক, ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে। তিনি বলেন, ইনসাফপূর্ণ সমাজে কোন মানুষ জুলুমের শিকার হবে না, অধিকারহারা হবে না, এবং সামাজিক ও রাষ্ট্রীয় কোন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না। তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এ জন্য ইনসাফপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য সকলকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।
শনিবার (২৯ মার্চ) সকালে মহানগরীর সদর পশ্চিম থানার দেওভোগ এলাকায় সর্বসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমীর এডভোকেট আক্তার হোসেন এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদের সদস্য মানবসম্পদ ও সাংস্কৃতিক বিভাগীয় দায়িত্বশীল মো. জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তবে মো. জাকির হোসেন বলেন, “ইনসাফপূর্ণ সমাজ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে কাউকে রাস্তায় এসে, লাইনে দাঁড়িয়ে কোন সহযোগিতা গ্রহণ করতে হবে না। রাষ্ট্রীয় ও সামাজিক সকল প্রকার সুযোগ-সুবিধা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। আল্লাহর আইন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই কেবল সেটা সম্ভব। জামায়াতে ইসলামী আল্লাহর আইন এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে।” তিনি সকলকে ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: থানা সেক্রেটারি সাঈদুর রহমান, কর্মপরিষদ সদস্য আলামিন, সিরাজুল ইসলাম, আদুল করিম, কাশীপুর ইউনিয়ন সভাপতি অলিউল্লাহ প্রমুখ।