০১ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৮, ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৪৮, ২৯ মার্চ ২০২৫

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নাগরিক পার্টির ঈদ উপহার সামগ্রী বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নাগরিক পার্টির ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে প্রায় ১৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড নয়াপাড়া এলাকায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে ১৫০ জন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছিল। 

এসময় জুলাই গণ অভ্যুত্থানে শহীদের জন্য দোয়া করা হয়।

জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী বলেন, আমরা ক্ষুদ্র সামর্থ্য নিয়েই মানুষের পাশে দাঁড়ানোর ও ঈদের আনন্দ ভাগাভাগির করার চেষ্টা করেছি। আমরা নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতির সূচনা করতে চাই। দেশের মানুষ চাদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজের রাজনীতি আর দেখতে চায় না। মানুষ শান্তি চায়, ন্যায্যমূল্যে নিত্যপন্য চায়, শ্রমিক তার ন্যায্য মজুরির নিশ্চয়তা চায়। এনসিপি মানুষের মৌলিক চাওয়া পাওয়া পূরনের রাজনীতি করছে। জুলাই বিপ্লবকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) ১৭ নং ওয়ার্ডের সংগঠক কাওসার আলী রনি, টুটুল, টুয়েল, ফয়সাল সহ এনসিপির ১৭ ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ। সহযোগিতায় ছিল নয়াপাড়া ক্রিকেট একাদশ।

সর্বশেষ

জনপ্রিয়