সুবিধাবঞ্চিতদের মাঝে গণসংহতি আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ

সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি। শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৪টায় গণসংহতি আন্দোলন দলীয় কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করে তারা।
ঈদ সামগ্রী বিতরণকালে গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল সুজন বলেন, “মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। উৎসব সবার। উৎসবে আমাদের সবাইকে সামর্থ্য ভাগাভাগি করতে হবে। ঈদের আনন্দ থেকে সমাজের বিশাল অংশকে বঞ্চিত করে কোনভাবেই ঈদকে কেবল সামর্থ্যবানদের উৎসবে পরিণত করা যাবে না। সমাজের বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাই, অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সারা দেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও মুক্তিযুদ্ধের অঙ্গীকার—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা মুষ্টিমেয় একটা অংশকে দেশের সম্পদ অবাধ লুটপাটের সুযোগ দিয়ে সমাজে ব্যাপক বৈষম্য তৈরি করেছে। এখনো অনেক গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া, বোনাস বুঝে পায়নি। কিছু গার্মেন্টে তিন মাসের বেতনও বকেয়া রয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে শ্রমিকরা জীবন দিয়েছেন। শ্রমিকদের রক্তের উপরে এই অর্ন্তবর্তীকালীন সরকার দাঁড়িয়ে। সুতরাং শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য অর্ন্তবর্তীকালীন সরকারকে দায়িত্ব নিতে হবে।”
বিতরণ কার্যক্রম চলাকালে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব বলেন, “গণসংহতি আন্দোলন জনগণের স্বার্থের রাজনীতি করে। সেই ধারাবাহিকতায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, “অন্যান্য সময়ের মতো পবিত্র রমজান মাসেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদ সুজন, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জয়, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, ১৮ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক শুক্কুর মাহমুদ জুয়েল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।