সিপিবির ঈদ উপহার সামগ্রী বিতরণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি গরিব মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া জেলা সিপিবি’র সভাপতির ব্যক্তিগত কার্যালয় থেকে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার হিসেবে বস্ত্র সামগ্রী ছিল শাড়ি, লুঙ্গী, থ্রী পিস এবং দুই শতাধিক খাদ্য সামগ্রীর ব্যাগ। প্রতি ব্যাগে ছিল এক প্যাকেট লাচ্ছি সেমাই, এক প্যাকেট প্লেইন সেমাই, এক প্যাকেট চিনি, এক বোতল সয়াবিন তেল, এক প্যাকেট পোলাও চাল, এক প্যাকেট জামির চাল, এক প্যাকেট মুগডাল, এক প্যাকেট গুঁড়া দুধ, এক প্যাকেট লবণ, এক কেজি আলু।
কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তীর নেতৃত্বে ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য আঃ হাই শরীফ, শাহানা বেগম, ইকবাল হোসেন, সদস্য এম এ শাহীন এবং আব্দুস ছোবান।
এসময় জেলা সিপিবি’র সভাপতি হাফিজুল ইসলাম বলেন, "ঈদ মানে আনন্দ খুশি, কিন্তু আমাদের দেশের বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ঈদ উৎসব এখন ধনী মানুষের জন্য সীমাহীন আনন্দ বিলাস। অপরদিকে খেটে খাওয়া গরীব মানুষের ঈদ উৎসব করার সামর্থ্যই নেই। তাঁদের ঈদের দিন আর সাধারণ দিনের মধ্যে কোনো পার্থক্য নেই। ঈদে অনেকের পক্ষে নতুন কাপড় কেনা তো দূরের কথা, এক প্যাকেট সেমাই ও চিনির ব্যবস্থা করাটাও কঠিন হয়ে যায়। সমাজের পিছিয়ে পড়া এই দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো দেশের সামর্থ্যবান সকল মানুষের দায়িত্ব।"
তিনি আরও বলেন, "ঈদ ধনী-গরিব সকলকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানায়। কারণ সমাজের ধনী-গরিবের সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদ উৎসব তাৎপর্যপূর্ণ হয়ে উঠে। কিন্তু আমাদের সমাজে তা হয়ে উঠেনি। বৈষম্যহীন সমাজ গড়ার মাধ্যমে এর আনন্দ ও উদ্দেশ্য সার্থক করে তুলতে হবে। ঈদুল ফিতরের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে আমাদের আত্মনিয়োগ করতে হবে। সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে প্রতিটি দিন আনন্দময় করে তুলতে হবে।"
তিনি বলেন, "গরীব অসহায় দরিদ্র মানুষের প্রতি 'কমিউনিস্ট পার্টি' দায়িত্ববোধ থেকে সব সময় পাশে থেকেছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাই ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সিপিবি’র পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী তিন শতাধিক পরিবারে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উৎসবে অসহায় দরিদ্র মানুষকে একটি নতুন কাপড় ও একটু সেমাই চিনি দিয়ে তাঁদের মুখে হাসি ফুটানো সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের দায়িত্ব ও কর্তব্য। সেই লক্ষ্যে গরীব অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য তিনি সমাজের সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'এই ঈদে আমাদের সকলকে একত্রে মানবিক দায়িত্ব পালন করতে হবে।'"