ঈদের ছুটিতে জননিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব বলেছেন, “নারায়ণগঞ্জ থেকে প্রায় ১০-১২ লাখ মানুষ ঈদের ছুটিতে শহর ছাড়বে। সারা বছরই অপরাধীরা ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জকে অপরাধের জায়গা হিসেবে বেছে নেয়। ঈদে শহর খালি হয়ে যায় এবং অপরাধীরা সক্রিয় হয়ে উঠে। ৩০ লাখ লোকের বসতির এই জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যায় ঘাটতি আছে। এই সীমিত বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, তবুও আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রয়োজনে বিভিন্ন বাহিনীর সহযোগিতা নিয়ে মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
বৃহস্পতিবার (২৭ মার্চ) গণসংহতি আন্দোলন এর দলীয় কার্যালয়ে মহানগর হকার সংহতি'র ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইফতারে সভাপতিত্ব করেন আহ্বায়ক জসিমউদদীন হীরা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর হকার সংহতি'র সাংগঠনিক সম্পাদক মো. অপু।
নিয়ামুর রশীদ বিপ্লব আরো বলেন, “অব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে মানুষের ঈদের আনন্দ মাটি হয়ে যেতে পারে। তাই আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, মানুষের ঈদ যাত্রাকে যেকোন মূল্যে নিরাপদ করতে হবে। বাস-লঞ্চ মালিকদের সাথে বসে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে ঈদ ভোগান্তি না হয়ে উৎসবে পরিণত হয়। এছাড়া সাধারণ মানুষকেও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ঝুঁকিপূর্ণ যাত্রা পরিহার করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং মহানগর হকার সংহতি সংগঠনটির উপদেষ্টা অঞ্জন দাস, হকার সংহতি'র মো. সৈকত, মো. সাদ্দম, মো. আনোয়ার, মনির, সাইদুর, শিপন, মো. ফারুক সজীব প্রমুখ।