রাজনৈতিক ও সাংবাদিকদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার

রাজনৈতিক ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর কমিটি। বৃহস্পতিবার (২৭ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- বিএনপির নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গণসংহতির জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের ডা. আল-আমীন রাকিব, এনসিপির আব্দুর রহমান গাফফারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহবায়ক মাহফুজ খান, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, হানিফ কবির বাবুল, খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রচার সম্পাদক শরীফ মিয়া, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য তৌফিক বিন হারিছ।
সাংবাদিকদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সেক্রেটারি সৈয়দ সিফাত আল-রহমান লিংকনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।