আগামীর রাজনীতি জুলুম, হুমকি ধামকি দিয়ে হবে না: রাজীব

ফতুল্লায় কাঠেরপুল মেট্রো গার্মেন্টসের সামনে বৃহত্তর কুতুবআইল, কাঠেরপুল এলাকার পঞ্চায়েত কমিটি এবং রামারবাগ লামাপাড়া এলাকার যুবসমাজ উদ্যোগে এক ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
এ সময় তিনি বলেন, "আমরা আগে দেখেছি মানুষের সাথে জুলুম করার রাজনীতি, মানুষকে হুমকি ধামকি দিয়ে ভয় দেখিয়ে সমাজে একটি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা হয়। এগুলোর বিন্দু পরিমাণও আগামীতে এই দেশের রাজনীতিতে হবে না।"
তিনি আরও বলেন, "এলাকার নিরীহ মানুষ ও ব্যবসায়ীদের উপর গত ১৬-১৭ বছর ধরে নির্যাতন চালানো হয়েছে। কিন্তু এখন আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে, যারা এই এলাকায় বসবাস করেন কিংবা কর্মের জন্য আসেন, তাদের বিপদে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে।"
মাসুকুল ইসলাম রাজীব বলেন, "বিএনপি নেতাকর্মীরা দেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে, মানুষের প্রয়োজনেই তারা নিজেদের জীবন উৎসর্গ করবে। তাদের মনোভাব হবে জনগণের জন্য ভালোবাসা এবং কাজের মাধ্যমে সমাজে প্রভাব ফেলবে।"
তিনি আরও যোগ করেন, "সবার আগে দেশ এবং দেশের জনগণ, এবং বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব থাকবে জনগণের পাশে দাঁড়ানো। তারেক রহমান বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করছেন এবং যদি বিএনপি ক্ষমতায় আসে, জনগণের মুখে হাসি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে।"
ফতুল্লা থানা সাবেক ছাত্রদল নেতা আরিফুর রহমান আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সাবেক প্রচার সম্পাদক সরকারি তোলারাম কলেজ ছাত্রদল মেহেদী হাসান শ্যামল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সভাপতি শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সদস্য সচিব সালাউদ্দিন রানা, কাঠেরপুল পঞ্চায়েত কমিটির সভাপতি গোলজার হোসেন, সমাজসেবক আলী আহমেদ খন্দকার, মহানগর তরুণদলের যুগ্ম সম্পাদক খালিদ হাসান রবিন, সমাজ সেবক কবির হোসেন খোকন, আব্দুল জাব্বার প্রমুখ।
অনুষ্ঠানে ৫০০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।