১২ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১১, ১০ মার্চ ২০২৫

নতুন বাংলাদেশ সবার, কেউ দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়: তরিকুল সুজন

নতুন বাংলাদেশ সবার, কেউ দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়: তরিকুল সুজন

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেছেন, বিগত হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে যারা রাজপথে লড়াই করেছে, তাদের মধ্যে অন্যতম হলো ইসলামী আন্দোলন। যুগপৎ আন্দোলনের দিনগুলোতে আমরা ইসলামী আন্দোলনকে পাশে পেয়েছি।

তিনি বলেন, নারায়ণগঞ্জে যখন আমরা শামীম ওসমানের গুম-খুন-সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি, তখন দেখেছি ধর্মীয় নেতাদের একাংশ শামীম ওসমানের পাশে ছিল। তবে যারা শামীম ওসমানের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না। এ জন্য আমরা ইসলামী আন্দোলনকে ধন্যবাদ জানাই।

সোমবার (১০ মার্চ) বিকাল ৪টায় ডিআইটি মসজিদ সংলগ্ন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আলোচনা সভা ও গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এবং সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ।

তরিকুল সুজন আরও বলেন, আমরা নতুন বাংলাদেশে আছি। এই বাংলাদেশ সবার, এখানে কেউ দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়। আজ বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা থেকে কেউ কেউ আইন হাতে তুলে নিচ্ছেন, জনতাকে উসকে দিয়ে 'মব' তৈরি করছেন। আমরা আশা করি, ইসলামী আন্দোলন এসবের বিরুদ্ধে শক্ত ভূমিকা নেবে, যেমন অতীতেও নিয়েছে। 

নারায়ণগঞ্জে ত্বকী হত্যা থেকে শুরু করে আশিক, চঞ্চল, মিঠু, ভুলুর হত্যাকাণ্ড সংগঠিত হতে পেরেছিল বিচারহীনতার সংস্কৃতির কারণে। এই রাষ্ট্রকে নতুনভাবে গঠন করতে হলে বিচার ব্যবস্থার পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কার করতে হবে। আমরা বিশ্বাস করতে চাই, ইসলামী আন্দোলন এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলোয়ার হোসাইন সাকী। 

গণ ইফতার মাহফিলে অংশ নেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরুউদ্দিন আহমেদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী। 

সর্বশেষ

জনপ্রিয়