১২ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১০, ৫ মার্চ ২০২৫

হত্যা চেষ্টা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ গ্রেপ্তার

হত্যা চেষ্টা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে ফতুল্লা থানার বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ মামলায় তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আদালতে প্রেরণ করলে শুনানির তারিখ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়। 

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে বন্দরের বাড়ি থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, “মাকসুদ হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। তিনি এ মামলার ৮১ নম্বর এজহারভুক্ত আসামি।”

এদিকে, নারায়ণগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বলেন, “ফতুল্লা থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছিল। তবে দেরিতে আসায় শুনানির তারিখ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।”

এক সময়ের ওসমান পরিবার ঘনিষ্ঠ মাকসুদ হোসেন গত উপজেলা পরিষদ নির্বাচনে ওসমান পরিবারকে চ্যালেঞ্জ করে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে নৌকার প্রার্থী বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওসমান পরিবার ঘনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। এই কারণে তার উপর ব্যাপক ক্ষুব্দ ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে হওয়া সরকারবিরোধী মামলায়ও তখন আসামি করা হয়েছিল মাকসুদ হোসেনকে। 

সর্বশেষ

জনপ্রিয়