খেলাফত মজলিসের কর্মী সম্মেলন উপলক্ষে গণসংযোগ

আগামী ২১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে শহরের চাষাঢ়া এলাকায় গণসংযোগ করা হয়েছে।
খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলমের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন- খেলাফত মজলিসের ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সাবেক সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, প্রমুখ।
গণসংযোগের সময় চাষাঢ়ায় অবস্থিত বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে ও রাস্তায় মিছিল সহকারে প্রচারণা চালানো হয়। বাগে জান্নাত থেকে মিছিল শুরু হয়ে মিশনপাড়া মোড় ঘুরে জামতলা ঈদগাহের সামনে দিয়ে মাসদাইর বাজার গিয়ে সমাপ্ত হয়।
উল্লেখ্য, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আয়োজিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। আরো উপস্থিত থাকবেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে আমীরে মজলিস ও মহাসচিবের আগমনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর কর্মীদের মধ্যে উদ্দীপনা কাজ করছে। শাখায় শাখায় ব্যাপক প্রস্তুতি চলছে।