ইসলামী শ্রমিক আন্দোলনের মহানগরের নতুন কমিটি ঘোষণা

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি। কালো টাকা ও পেশিশক্তিমুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এজন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা পাঠাগার মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত শ্রমিক কনভেনশন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, জাহিলিয়াতের যুগে মানুষের কোনো অধিকার ছিল না। ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন। ইসলাম শ্রমিক-মালিক সুসম্পর্ক গড়ে তুলেছে এবং তাদের অধিকার নিশ্চিত করেছে।
এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরে সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার তাগিদ দেন।
কনভেনশনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুহা. শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মাওলানা হাসান ইমাম মুন্সী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ এবং কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহা. বিল্লাল তালুকদার।
সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন— সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সহ-সভাপতি আলহাজ্ব ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তফা তালুকদার, জয়েন্ট সেক্রেটারি: মুহাম্মদ সাব্বির আহমেদ।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।
প্রধান অতিথি বলেন, ইসলাম আগমনের আগে নারীদের কোনো অধিকার ছিল না। ইসলাম এসে নারীদের শুধু অধিকারই দেয়নি, বরং অগ্রাধিকার দিয়েছে। শ্রমিক, গরিব, নিপীড়িত মানুষের অধিকারের সুরক্ষা নিশ্চিত করেছে।
প্রধান বক্তা মুহা. শাহাদাত হোসাইন বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা বুঝতে পারলে কেউ অন্য কোনো মতবাদ গ্রহণ করতো না। আমাদের দায়িত্ব হলো ইসলামের সৌন্দর্য সবার সামনে তুলে ধরা।