২৫ ফেব্রুয়ারি বিএনপির সমাবেশ, নারায়ণগঞ্জে আসছেন মির্জা আব্বাস

নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি সমাবেশের আয়োজন করেছে নারায়ণগঞ্জে জেলা বিএনপি।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে জেলায় জেলায় সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যা ১১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির শেষদিন অর্থাৎ আগামী ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে সমাবেশ করবে জেলা বিএনপি। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জেলা পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, মহানগরের কর্মসূচি আগামীতে ঘোষণা করা হবে। আমরা জেলার কর্মসূচি সফল করার লক্ষ্যে সমাবেশে অংশগ্রহণ করবো।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সমাবেশের স্থান, সময় এখনো নির্ধারণ করা হয়নি। দুই-এক দিনের মধ্যে সবাই বসে নির্ধারণ করবে। এটি এই কমিটির প্রথম কর্মসূচি, আমরা গুরুত্বের সাথে কাজ করবো। সমাবেশ সফল করার লক্ষে আমরা সব রকম প্রস্তুতি নিবো।